বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

সেনাবাহিনীর অভিযানে পাসপোর্ট দালাল চক্রের তিন সদস্য আটক

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সেনাবাহিনীর অভিযানে চুনারুঘাট ও হবিগঞ্জ সদরসহ বিভিন্ন স্থানে পাসপোর্ট তৈরির দালাল চক্র দলের ৩ জন আটক করেছে। আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার আইতন গ্রামের আব্দুস সালাম (৪৯), হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগরের সাইদুল ইসলাম (৫৫), বড় বহুলার ফরিদ মিয়া (৪৫)। আটককৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যসহ বিপুল সংখ্যক পাসপোর্ট, এনআইডি, বিভিন্ন দেশের ভিসা ছাড়াও সরঞ্জাম উদ্ধার হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) আটককৃতদেরকে থানায় হস্তান্তর করা হয়। ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল মেজর ইসরাফ আহমেদের নেতৃত্বে অভিযানে মো. সাইদুল ইসলাম নামে একজন পাসপোর্ট তৈরির দালাল চক্রের সদস্যকে আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ সদর ও চুনারুঘাটে অভিযান চালিয়ে দালাল চক্রের দলের আরও ২ সদস্য ফরিদ এবং সালামকে আটক করে। আটক পরবর্তী জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা পাসপোর্ট তৈরি, এনআইডি সংশোধনে দালাল চক্র দলের সদস্য হিসেবে কাজ করে। আটককৃত সালামের কাছ থেকে ১৮টি পাসপোর্ট, স্মার্ট কার্ড ৮টি, নরমাল এনআইডি ২১টি, পাসপোর্ট ডেলিভারি স্লিপ ১০টি, এনআইডি কার্ডের ফটোকপি ৪০টি, মেডিকেল রিপোর্ট ১৩টি, ৪২ জনের ৪৯টি ছবিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। সাইদুলের কাছ থেকে ৮টি পাসপোর্ট বই, স্মার্ট কার্ড এনআইডি ১৪টি, নরমাল এনআইডি ১০টা, ভিসা ফটোকপি ৩০টি, অঙ্গিকারনামা ১৮টি, পাসপোর্ট ফটোকপি ১০টি, কোভিড ১৯ এর ফটোকপি ৬টি, বিভিন্ন দেশের ভিসার ফটোকপি ১৯টি, নিয়োগ বিজ্ঞপ্তি ১৩টি, সৌদি আরবের ভিসা ফটোকপি ৭টি, বিমান টিকেট ২০টি, বিভিন্ন প্রকারের ফরম ৪৫টি, মানি রিসিভ ও ভিসা ফটোকপি ১০টি, জন্ম সনদ ২টি। ফরিদ মিয়ার কাছ থেকে এবি ব্যাংক চেক বই একটি, এবি ব্যাংক ভিসা কার্ড একটি, স্মার্ট এনআইডি কার্ড ২টি, চালান ফরম ১৭টি, ডেলিভারি স্লিপ ১০০টি, লেজার বই ১টি, সাপপোর্ট এনআইডি ফটোকপি ১২টি, পুলিশ ক্লিয়ারেন্স ৮টি, পাসপোর্ট তথ্য সংশোধন ফরম ১৭টি, এনআইডি তথ্য সংশোধন ফরম একসেট, কম্পিউটার, প্রিন্টারসহ তাদের কাছে নগদ টাকা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানের লোকদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পাসপোর্ট তৈরী, এনআডির বয়স, প্রয়োজন অনুযায়ী বয়স কমানো বাড়ানো যাবতীয় সংশোধ অর্থমের বিনিময় করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com