শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২ ॥ আহত ৩০ মাধবপুরে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক ২৩ নভেম্বর হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির কাউন্সিল ॥ নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ৫ পদে ১৮ জনের মনোনয়ন ফরম ক্রয় স্থান ও জামানত নিয়ে প্রার্থীদের ক্ষোভ ৩ সন্তান হারানোর দুদিন পর মারা গেলেন নবীগঞ্জের বাবুল মাধবপুরে আলেমদের সভা নিয়ে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি নবীগঞ্জে সৌদি প্রবাসী সোহান হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান লস্করপুর রেল ক্রসিং থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৩ নভেম্বর হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির কাউন্সিল ॥ নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ৫ পদে ১৮ জনের মনোনয়ন ফরম ক্রয় স্থান ও জামানত নিয়ে প্রার্থীদের ক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির কাউন্সিল আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। অগণতান্ত্রিক আওয়ামীলীগ সরকারের পতনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথম অনুষ্ঠিত এই কাউন্সিলকে সামনে রেখে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। কাউন্সিলে ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হচ্ছে-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন, নির্বাচন কমিশনার হচ্ছে এডঃ মোঃ আবুল ফজল, এডঃ মিজানুর রহমান, এডঃ মতিউর রহমান শানু ও এডঃ হাবিবুর রহমান চৌধুরী।
নির্বাচনে প্রার্থীদের জামানত (অফেরতযোগ্য) সভাপতি ১ লাখ টাকা, সিনিয়র সহ-সভাপতি ৪০ হাজার টাকা, সাধারণ সম্পাদক ৭৫ হাজার টাকা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ৪০ হাজার টাকা ও সাংগঠনিক সম্পাদক ৫০ হাজার টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জামানতের পরিমাণকে বিলাসী বলে উল্লেখ করে অনেক প্রার্থী ও ভোটার ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের মতে, জামানতের পরিমাণ অধিক হওয়ায় ইচ্ছা থাকা সত্বেও অনেক ত্যাগী নেতা প্রার্থী হতে পারছেন না।
গতকাল শেষ দিনে ৫টি পদে ১৮ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছেন। মনোনয় ফরম ক্রয়কারীগণ হলেন, সভাপতি পদে মোঃ আজিজুর রহমান কাজল, আবুল কালাম আজাদ ও আঃ রউফ। সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আজম উদ্দিন ও জয়নাল মিয়া। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল মন্নান, মোঃ সামছুল ইসলাম মতিন, এডঃ আফজাল হোসেন ও মোঃ আজম উদ্দিন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী মোঃ শামছু মিয়া, আবুল কালাম আজাদ ও শাহ মশিউর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক পদে এস এম মানিক, মোঃ আব্দুল আউয়াল মেম্বার, এডঃ লেলিন উজ্জামান, শাহীন জাহান, এডঃ মঈনুল হাসান দুলাল ও রফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব। তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ ২ নভেম্বর, ৩ নভেম্বর বাচাই, ৬ নভেম্বর প্রত্যাহার, ৭ নভেম্বর প্রতীক বরাদ্ধ এবং ২৩ নভেম্বর সকাল-১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন ৫৬৮ জন ভোটার পইল সৈয়দ মিয়া কমিউনিটি সেন্টারে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
কাউন্সিলকে ঘিরে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্তের প্রতি অভিযোগ তুলেছেন অনেক প্রার্থী ও ভোটার। এর মধ্যে প্রার্থীদের জামানত অধিক পরিমাণ টাকা ও কাউন্সিলের স্থান নির্ধারণ নিয়ে প্রার্থী ও ভোটারদের মাঝে আলোচনা সমালোচনা হচ্ছে। এছাড়া নির্বাচনের তফসিলে কোন পদে কত টাকা জামানত দিতে হবে তা উল্লেখ করা হয়নি। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করার সময় নির্বাচন কমিশন মৌখিকভাবে কোন পদে কত টাকা জামানত তা জানিয়ে দেয়া হয়। ২ নভেম্বর শনিবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন। এ নিয়ে অনেক প্রার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে বৃহস্পতিবার বিকাল ৪টায় মনোনয়ন ফরম ক্রয় করার সময় নির্বাচন কমিশন থেকে যখন জামানতের টাকার পরিমাণ মৌখিকভাবে জানানো হয় তখন সময় ব্যাংক লেনদেন বন্ধ হয়ে যায়। শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ। এ অবস্থায় বিপুল পরিমাণ জামানতের টাকা তারা কোথায় পাবে।
এ ব্যাপারে সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম ক্রয়কারী আবুল কালাম আজাদ প্রার্থীদের জামানত কমানো ও কাউন্সিলের স্থান পরিবর্তনের জন্য গতকাল নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছেন।
আবেদনে আবুল কালাম আজাদ উল্লেখ করেন, তিনি হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি’র কাউন্সিল-২০২৪ এ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী। তিনি ফরম সংগ্রহ করতে যেয়ে নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত কমিশনার এডভোকেট মোঃ আবুল ফজল এর মাধ্যমে জানতে পারেন নির্বাচনের সভাপতি পদে ১ লক্ষ টাকা, সাধারণ সম্পাদক পদে ৭৫ হাজার টাকা, সাংগঠনিক পদে ৫০ হাজার টাকা, এবং সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪০ হাজার টাকা অফেরতযোগ্য জামানত প্রদান করে প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করতে হবে।
আবেদনে তিনি বলেন, আওয়ামী দুঃশাসনামলে প্রত্যেক প্রার্থী সহ বিএনপি’র প্রতিটি কর্মী বছরের পর বছর ব্যবসা-বাণিজ্য বন্ধ সহ হামলা-মামলার শিকার হয়ে এমনকি কারা নির্যাতন ভোগ করে বর্তমানে আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়ে অর্থ সংকটে রয়েছে। এত অধিক পরিমান টাকা জামানত নির্ধারণ করায় অনেক উপযুক্ত ত্যাগী প্রার্থী কাউন্সিলে অংশ নিতে পারবেন না। এ অবস্থায় নির্বাচনের জামানতের টাকা সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং নির্বাচনের তফসিলে উল্লেখ করা একান্ত আবশ্যক।
আবেদনে আরো উল্লেখ করা হয়, যেহেতু হবিগঞ্জ জেলার সদর উপজেলা বিএনপি’র কাউন্সিল, সেহেতু জেলা সদরে অথবা উপজেলা সদরে সম্মেলন এবং কাউন্সিলের স্থান নির্ধারণ করা যুক্তিযুক্ত। কিন্তু অজ্ঞাত কারণে উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত পৈল গ্রামে সম্মেলন ও কাউন্সিলের স্থান নির্ধারণ রহস্যজনক। আবেদনে তিনি প্রার্থীদের জামানতের টাকার পরিমাণ উল্লেখ সহ সম্মেলন ও কাউন্সিলের স্থান পুনঃনির্ধারণ করতঃ গণতন্ত্রের স্বার্থে তপসিল সংশোধন করার দাবী জানান।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার এডঃ মোঃ আবুল ফজল জানান, গত ২২ সেপ্টেম্বর এক পত্রে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক প্রিন্সিপাল মোঃ এনামুল হক এক পত্রে আমিসহ ৫ জনকে দিয়ে নির্বাচন কমিশন গঠনের কথা জানিয়েছেন। পত্রে প্রার্থীদের জামানত হিসেবে সভাপতি পদে ১ লক্ষ টাকা, সাধারণ সম্পাদক পদে ৭৫ হাজার টাকা, সাংগঠনিক পদে ৫০ হাজার টাকা, এবং সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪০ হাজার টাকা (অফেরতযোগ্য) নেওয়া এবং কাউন্সিলের স্থান পৈল ইউনিয়নের কোথাও করার কথা উল্লেখ করা হয়। আমরা নির্বাচন কমিশন পত্রে দেয়া দিক-নির্দেশনা অনুযায়ী জামানতে টাকার পরিমাণ ও স্থান নির্ধারণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com