স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন- হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা দেশের পৌরসভাগুলোর বিভিন্ন সমস্যা, সমাধানের উপায় ও নাগরিক সেবা গতিশীল করার বিষয়ে দেশের বিভিন্ন পৌরসভার প্রশাসকদের সাথে জুম মিটিংয়ে আলোচনা করেন। তিনি প্রশাসকদের কথা ও পৌরসভাগুলো সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান উত্তরকুল মৌজায় পৌরসভার বর্জ্য অপসারণের প্রস্তাবিত ডাম্পিং স্টেশনের জমি বরাদ্দ পাওয়ার ব্যাপারে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত শ্রমিকদের সুবিধা বাড়িয়ে কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং ইমারত নির্মানে যথাযথ নীতিমালা বাস্তবায়নের ব্যাপারে প্রস্তাবনা তুলে ধরেন। এই বিষয়গুলো লিখিত আকারে মন্ত্রনালয়ে প্রেরণ করা হবে বলে হবিগঞ্জ পৌরসভা সূত্র জানিয়েছে। ভিডিও কনফারেন্স চলাকালে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী দীলিপ কুমার দত্ত, মোহাম্মদ আবদুল কদ্দুছ শামীম প্রমুখ।