মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সীমান্তিক মা-মনি’র উদ্যোগে হেলথ সিস্টেমস্ স্ট্রেন্দনিং প্রকল্পের আওতায় কমিনিউটি মাইক্রোপ্ল্যানিং রিফ্রের্শাস ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ দেবাশিষ দেবনাথ এ ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। সীমান্তিক মা-মনি’র কো-অর্ডিন্টের মোঃ জালাউদ্দিনের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পঃপঃ কর্মকর্তা মোঃ আকিবউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মোঃ আলাউদ্দিন আল রনি প্রমূখ। ওরিয়েন্টেশনে মা ও শিশু মৃত্যুর হার কমাতে দিনব্যাপি মাঠকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়।