স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের ১৬ সদস্যের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন সিলেট বিভাগ থেকে ইফতেখার রহমান রাফসান ও সানবিন আহমেদ সানি। গতকাল এ তালিকা প্রকাশিত হয়েছে। রাফসান ও সানি তাদের মেধা, কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমেই জাতীয় দলে স্থান করে নিয়েছেন। দেশের প্রতিনিধিত্বের গৌরবময় স্বপ্ন পূরণে এই দুই তরুণ প্রতিভাবান ক্রিকেটার এক ধাপ এগিয়ে গেলেন।