স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া নামের এক যুবক মারা গেছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর গ্রামের মুন্সি মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, মোটর সাইকেলযোগে শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন নিহত ব্যাক্তি। শায়েস্তাগঞ্জ থানার সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই রনি মারা যায়। হাইওয়ে থানা পুলিশ লাশ ও মোটর সাইকেল উদ্ধার করেছে।