এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা পারিবারিক কলহের জের ধরে স্বামীর মারপিটে জয়ফুল বিবি (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে স্বামী আব্দুর রউফ (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আব্দুর রউ কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুর রউফ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের মৃত রজব আলীর ছেলে।
জানা যায়, গত রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্য ৭টার দিকে পারিবারিক কলহের জেরে জয়ফুল বিবি (৪৫) কে মারধর করেন তার স্বামী আব্দুর রউফ। মারধরের এক পর্যায়ে জয়ফুল বিবি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। এঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ২ ঘন্টার মধ্যেই নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় শাখোয়া এলাকা হতে আব্দুুর রউফকে আটক করা হয়।
এঘটনায় নিহত জয়ফুল বিবির ছেলে সমুজ আলী বাদী হয়ে আব্দুুর রউফকে আসামী করে নবীগঞ্জ থানায় এক হত্যা মামলা নং ১৭ দায়ের করেন। এঘটনায় আব্দুুর রউফকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাাগরে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ২ ঘন্টার মধ্যেই তথ্য প্রযুক্তির সহেযাগীতায় আসামীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।