স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পরিচিত মুখ শহরের বাণিজ্যিক এলাকার মালঞ্চ ডেকোরেটার্স ও রাজ ভিডিও এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহমেদ খান (লেচু) ইন্তেকাল করেছেন। গতকাল রাত ৮টায় হবিগঞ্জ সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ যোহর উমেদনগর বড় জামে মসজিদ সংলগ্ন ঈদগাও ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হইবে।
উমেদনগর নোয়াহাটি এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ খান (লেচু) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় গতকাল রাত ৮টায় দিকে তিনি ইন্তেকাল করেন।