প্রেস বিজ্ঞপ্তি ॥ মোঃ দুলাল চৌধুরীকে সভাপতি, রঞ্জু দেবকে সাধারণ সম্পাদক এবং লিটন চন্দ্র দাশকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গতকাল বঙ্গবন্ধু পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ আবুল খায়ের এই কমিটি অনুমোদন করেন। নব গঠিত কমিটি অনুমোদন উপলক্ষে জেলা সভাপতির কার্যালয়ে নেতৃবৃন্দের উদ্দেশ্যে এডভোকেট মোঃ আবুল খায়ের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে আমরা স্বাধীন জাতি হিসেবে পরিচয় দিতে পারতাম না। আর এই অধিকার একমাত্র আমরা বঙ্গবন্ধুর মাধ্যইে অর্জন করেছি। কাজেই বঙ্গবন্ধুকে সকলের জানতে হবে। তার দর্শন ও আদর্র্শ নিয়ে কাজ করার জন্য তিনি পরিষদের সদস্যদের অনুরোধ জানান।