সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ গ্রেপ্তার ২ সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা জিকে গউছের ৫৮তম জন্মদিনে জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক পদে পদায়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর বর্নাঢ্য জীবন সিলেটে লাখাই’র এক যুবকের লাশ উদ্ধার শহরের পরিচিত মুখ মাহফুজ আর নেই থানায় উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিককে থাপ্পড় দেয়ার ঘটনায় আইনজীবীকে শোকজ চুনারুঘাটে ৩ গরুচোরসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে সিএনজির ধাক্কায় বৃদ্ধা নিহত

২৮ অক্টোবর সহ সকল হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে হবে-হবিগঞ্জ জেলা জামায়াত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা মুখলিছুর রহমান বলেছেন, আওয়ামীলীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা সেটি সিদ্ধান্ত নেবে এদেশের জনগন। খুনি হাসিনাকে দেশের বিচারের মুখোমুখি হতে হবে। গণহত্যার দায়ে তাকে ফাঁসি দিতে হবে। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি-বৈঠা দিয়ে পিটিয়ে যেভাবে মানুষ হত্যা করেছিল তার নির্দেশ দাতা দলটির প্রধান শেখ হাসিনা। এই অপরাধের ধারাবাহিকতায় ৫ আগষ্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়। এ রকম পালিয়ে যাওয়ার নজির বিশ্বে আর নেই। তিনি গতকাল সোমবার বিকেলে শহরের সাইফুর রহমান টাউন হলে হবিগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
হবিগঞ্জ পৌর জামায়াতের আমির আতিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, সহকারী সেক্রেটারি চেয়ারম্যান এড. নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, হবিগঞ্জ জেলা শিবিরের সভাপতি ছাত্রনেতা মাওলানা রবিউল হাসান এবং জেলা কর্ম পরিষদ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা লুৎফুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আমীর আব্দুল কুদ্দুস, লাখাই উপজেলা সভাপতি লুৎফুর রহমান, মাধবপুর উপজেলার সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়া সহ প্রমুখ।
জামায়াতের নেতারা পালাননা এমনটি উল্লেখ করে মাওলানা মুখলিছুুর রহমান বলেন, আওয়ামী লীগ সভা নেত্রী ৫ আগষ্ট পালিয়ে গেলেও পল্টন হত্যাকান্ডের সময় জামায়াতের তৎকালীন আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ মঞ্চ ছাড়েননি।
জামায়াতের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের ১৫ বছরের শাসনামলে জামায়াতকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। শীর্ষ পাঁচজনকে ফাঁসির নামে হত্যা করা হয়েছে। শেষ পর্যন্ত জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়েছে। জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ বলেন, খুনি হাসিনার নির্দেশে সেদিন পল্টন হত্যাকান্ড হয়েছিল। তাদের সে খুনের বিচার এতো দিন হয়নি। কিন্তু এখন সে হত্যাকান্ডের বিচারের দ্বার উম্মোচন হয়েছে।
তিনি বলেন, বারবার প্রমানিত হয়েছে যে, আওয়ামীলীগ একটি সন্ত্রাসী দল, চাঁদাবাজের দল, দখলদার দের দল, গণতন্ত্র হত্যাকারী দল। সুতরাং বাংলাদেশের জনগন আর এদেশে আওয়ামীলীগকে স্থান দেবে না।
সভাপতির বক্তব্যে মাওলানা মুখলিসুর রহমান আরো বলেন, শুধু ছাত্রলীগকে নয়, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামীলীগকেও নিষিদ্ধ করতেহবে। তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ এর ৫ আগষ্ট পর্যন্ত ফ্যাসিবাদের হাতে যেসব হত্যাকান্ড ও গন হত্যা হয়েছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com