স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শংকরের মুখ এলাকায় চিড়াকান্দী রোডে অবস্থিত অজুফা অফসেট প্রেসে হামলায় অফসেট প্রেসের মালিকের পুত্র মোঃ আলী আক্কাস সবুজ (৩০) গুরুতর আহত হয়েছে। সে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
প্রেসের মালিক মোঃ শহিদুর রহমান হিরন জানান, গতকাল রোববার সন্ধায় তার পুত্র মোঃ আলী আক্কাস সবুজ প্রেসে কাজ করা অবস্থায় উমেদনগরের পশ্চিম হাটির আব্দুল হামিদ খানের ছেলে সাগর খান, শ্যামলী এলাকার মৃত চনু মিয়া ড্রাইভারের ছেলে ইমরান হোসেন সাগর, পুকড়া এলাকার পরিতোষ আচার্য্য’র ছেলে প্রসেনজিৎ আচার্য্যসহ ৫/৬ জন এসে তার সাথে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে তাদের অতর্কিত হামলায় সবুজ গুরুতর আহত হয। স্থানীয় লোকজন এসে সবুজকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।