নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজ্জামেল নান্টুর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা বিএনপি নেতা অলিউর রহমান অলি। নবীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ আদর্শ সরকারি প্রাইমারী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ২৮০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে ৩টা হতে সন্ধ্যা ৬ পর্যন্ত টানা ৩ ঘন্টা বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজের ডাঃ মোঃ ইফতেখার হক এম বি.বি. সি ইউ) পি. জি.টি মেডিসিন বিভাগের। নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক ও উপজেলা যুবদল নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপনের সভাপতিত্বে ও যুবদল নেতা এবাদুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অরবিন্দু রায় ও যুগ্ম আহবায়ক নুরুল আমিন এবং নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য বিএনপি নেতা শাহ মোস্তাকিম আলী, যুক্তরাজ্য বিএনপির সৈয়দা নাসিমা আক্তার।
মহিলা নেত্রী শ্যামলা বেগমও রোখেয়া বেগম, বিএপি নেতা মহিবুর রহমান, শাহ হোসাইন আহমদ, শাহিন বখত চৌধুরী, শিহাব আহমদ, হোসাইন মিয়া, যুবদল নেতা লেবু মিয়া, এবাদুর রহমান, মারুফ চৌধুরী, নানু মিয়া, বুরহান উদ্দিন অয়েছ, শ্যামল আহমদ, জিয়া উদ্দিন, আশিকুর রহমান, আঃ রব, ইউসুফ আলী, সুহেল মিয়া।
পৌর ছাত্রদলের আহবায়ক সুহাগ চৌধুরী ও যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান অনিক, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হোসাইন তালুকদার, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জামিল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা মজিদ মিয়া, শাহজাহান মিয়া, অন্তর মিয়া, শাকিল আহমদ, জনি আহমদ, বাতেন, জাবেদ আহমদ, মখলিছ মিয়া, বাপ্পি, রনি প্রমূখ।