প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে ঐতিহ্যবাহী নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী।
এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল এর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ডালিম আহমেদ চৌধুরী, জুবায়ের আহমেদ সুমন, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, নবীগঞ্জ পৌর জাসাসের আহবায়ক ও বিএনপি নেতা রাশেদ মিয়া, যুবদল নেতা খোকন আহমেদ, সোহেদ মিয়া, রুবেল আহমেদ, আঙ্গুর মিয়া, মূসা আহমেদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া, মোঃ আলাল, জাসেদ, নাজু, অয়ন প্রমুখ।
সকাল ৯ টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডাঃ সামিউর রহমান সৈকত। শতাধিক অসুস্থ নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা শেষে বিনামূল্যে ঔষধ দেয়া হয়। এতে সহযোগিতা করেন মেসার্স মিলন মেডিকেল হলের প্রতিষ্ঠাতা মলয় চক্রবর্তী ও এরিস্টফার্মার রাজিব চক্রবর্তী।
এসময় বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। অপর দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছসহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সকল ভুয়া মামলা নিঃশর্তভাবে দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করার জন্য অন্তর্বর্তী সরকারকে আহবান করেন যুবদলের নেতারা।