স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রিকেট খেলোয়াড় সমিতির আয়োজনে লক্ষ টাকা প্রাইজমানির সালেহ আহমেদ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর দ্বিতীয় রাউন্ডের সপ্তম ম্যাচে নিম ছায়া হবিগঞ্জ ৬৫ রানে রিচি ইউনিটিকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের অতিথি প্লেয়ার বড়লেখা উপজেলার এন এস ফাহিম সিপন। গেইম চেইঞ্জার শাহরিয়ার নাহিদ, অধিনায়কত্ব করেন শাওন আহমেদ নোমান, অন্যান্য খেলোয়াড় তৌফিক আহসান, ফয়সাল মিন্টু, বাম্পার নাহিদ,সিয়াম,মাহিদুল, মিশকাত,আজহার, সুমন মালাকার, মহিউদ্দিন, ফরহাদ। এতে উপস্থিত ছিলেন- রাজনৈতিক ব্যাক্তিত্ব সৈয়দ মুশফিক হোসেন, রুবেল চৌধুরী, সংগঠনের উপদেষ্টা মহিবুর রহমান, আমজাদ হোসেন মনি, আশরাফুল হক সাকিল, মঞ্জু মিয়া, কাইয়ুম মিয়া, মোঃ খালেক, কয়সর, প্রিন্স, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেলালুর রহমান তুর্কী, জেলা কমিটির আহবায়ক মুস্তাফিজুর রহমান রাসেল, যুগ্ম আহবায়ক জাহিদুল হাসান রিয়াজ, জসিম, শোয়াইব, তোহা, স্বাদ, প্রিয়ম, সাকিল, নাবিল, তামিম, স্নেহ, আলাল, সাকির, মাহি প্রমূখ।