ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চলখ্যাত দিনারপুরে বিশেষ অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবাসহ সবুজ মিয়া (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- সবুজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী, এর আগেও একাধিকবার সবুজ গ্রেফতার হয়েছিল, সবুজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সবুজ মিয়া (৩১) উপজেলার গজনাইপুর ইউনিয়নের উত্তর রামলোহ গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে।
পুলিশ জানায়- বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নির্দেশে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ পাহাড়ি অঞ্চলখ্যাত দিনারপুর পরগণার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও টিলাবাড়ি মাদক ব্যবসায়ী রিপন মিয়ার বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী সবুজ মিয়া (৩১) কে আটক করা হয়। এ সময় তল্লাশী করে সবুজের কাছ থেকে ২২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে নবীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সবুজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।