স্টাফ রিপোর্টার ॥ লাখাই-বামৈ সড়কে মোটর সাইকেল ও ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকেলে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেল মিয়া নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার ওই সময় সোহেল মিয়া ও তার বন্ধু মোটর সাইকেলযোগে লাখাইর উদ্দেশ্যে রওয়ানা দেন। বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেলটি পাশে উল্টে পড়ে উল্লেখিতরা আহত হন।