প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীদের পূর্নবাসনের জন্য ঋণ বিতরণ ও বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলা আলেয়া জাহির কলেজ মাঠে সাধারণ স্বাস্থ্য সেবার পাশাপাশি গবাদী পশুর চিকিৎসা প্রদান করা হয়। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বেসরকারী সংস্থা গুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশাল অবদান রেখে চলছে। যে কোন দূযোর্গকালীন সময়ে সময়ে তারা মানুষের পাশে এগিয়ে আসে। হবিগঞ্জ উন্নয়ন সংস্থা তার ব্যতিক্রম নয়। তারা বিভিন্ন সময় বন্যার্ত মানুষের পাশে দাড়িয়ে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মানুষ কর্মের মাঝেই চিরকাল বেচেঁ রাখে। তাই কাজের মাধ্যমে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা তার ধারাবাহিকতা বজায় রাখবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য- রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দে, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন, উপদেষ্টা মোঃ সামছ উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আরিফ আলী মন্ডল।
উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন তার বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আমাদের এই সংস্থা কাজ করে যাচ্ছে। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ যেন স্বাচ্ছন্দে জীবন যাপন করে।
দিনব্যাপি কর্মসুচীতে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অন্যান্য রোগের চিকিৎসা প্রদান করা হয়। ৭ টি বুথে কয়েক শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ নারী পুরুষকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া ২০০ জন নারীকে ২০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হয়। পাশাপাশি কয়েক শতাধিক গরু বাচুরকে প্রাণী সম্পদ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।