স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে ইউপি সদস্য মেম্বারদের অপসারনের প্রক্রিয়ার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল শহরে অনুষ্ঠিত হয়। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খসরু, আব্দুর রউফ মেম্বার, মোবারক মেম্বার, কামরুল মেম্বার, আব্দুল সালাম মেম্বার, শাহনাজ মেম্বার, জাবেদ মেম্বার, রাজিব মেম্বার, আবুল বাশার জুম্মন মেম্বার, পাপিয়া সুলতানা মেম্বার, সানজু বেগম, শের আলী মেম্বার, মোশারফ মেম্বার, জাহাংগীর আলম ফুল মিয়া মেম্বার, সাইদুর মেম্বার, রেবা রানী মেম্বার, সিজিল মেম্বার, মোবারক মেম্বার, জাবেদুল ইসলাম মেম্বার, মোশারফ মেম্বার, সামায়ুন কবির মেম্বার, ভিংরাজ মেম্বার, সফিকুল মেম্বার, শুকুর আলী মেম্বার, অজিত মেম্বার, শাহিনুর মেম্বার, সালে আহমদ বারিক মেম্বার, আব্দুল আহাদ মেম্বার, আক্তার মিয়া মেম্বার, রফিক মেম্বার, নুরুন নাহার মেম্বার, রমজান মেম্বার, নাজমা মেম্বার, আশ্বদ মেম্বার, জুনাইদ মেম্বার, নুরুল আমিন মেম্বার, সিমা মেম্বার, মোছাঃ আমিনা মেম্বার, সাবরিনা মেম্বার, আয়ূব চান মেম্বার, আকলিমা মেম্বার, মোছাঃ দিলারা বেগম মেম্বার, সাইদুর রহমান মেম্বার, মিন্টু মিয়া মেম্বার, ছন্দু মিয়া মেম্বার, আব্দুল আহাদ মেম্বার, মোছাঃ নাফিজা বেগম মেম্বার, অলী মিয়া মেম্বার, লিটন মিয়া মেম্বার, আব্দুল হক মেম্বার, সায়েদ মেম্বার, শাহেনা বেগম মেম্বার সুলতানা বেগম মেম্বার, পারভীন বেগম মেম্বার, উজ্জ্বল মিয়া মেম্বার প্রমুখ।
বক্তারা বলেন, আমরা শুনতে পাচ্ছি ইউনিয়ন পরিষদের মেম্বারদের অপসারন করা হচ্ছে। আমরা জনগনের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছি। রাতের ভোটে নয় জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যান্ত জনগনের সেবায় নিজকে উৎসর্গ করেছি কিন্তু আমরা কেন অপসারন হবো। বক্তারা বলেন, ইউপি মেম্বাররা জনগনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে।
আমাদের অপসারন করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী করে দেন বক্তারা। পরে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট প্রেরণ করেন।