স্টাফ রিপোর্টার ॥ ২০০৫ সালে হবিগঞ্জে সিরিজ বোমা হামলা মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল ৫ জেএমবি নেতাকে হবিগঞ্জ বিশেষ ট্রাইবুনাল আদালতে হাজির করা হয়। বুধবার বেলা ১টায় হবিগঞ্জ বিশেষ ট্রাইবুনালের বিচারক হাসানুল ইসলাম এর আদালতে তাদের হাজির করা হয়। জেএমবি নেতা হাফেজ হুজাইফা সুমন, আজিজুল ইসলাম ওরফে আজিজ, বেলাত হোসেন ওরফে তামিম, এইচএম শামীম ও সালা উদ্দিন ওরফে সালেহীন এর উপস্থিতিতে বিস্ফোরক আইনে ৭ ও ৮ নং মামলায় স্বাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহনের পর আগামী ৩ নভেম্বর পরবর্তি তারিখ নির্ধারণ করে আদালত।