স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কেজি গাঁজাসহ মোঃ মনির মিয়া (২০) ও মোঃ সোহাগ মিয়া (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজয়নগরগামী শেখ হাসিনা সড়কের ২ংনং ব্রীজের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো: মনির মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ঘিলামুড়া গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে এবং সোহাগ মিয়া মাধবপুর উপজেলার ধর্মগর ইউনিয়নের সোয়াপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজয়নগরগামী শেখ হাসিনা সড়কের ২নং ব্রীজের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করে।