শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরের ধর্মঘর সীমান্ত দিয়ে ভারত যাবার সময় আটক ৬ বি-বাড়িয়ায় ৬ কেজি গাঁজা নিয়ে মাধবপুরের যুবকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার লাখাইয়ে স্ত্রীর মামলায় স্বামী মামুন গ্রেফতার নবীগঞ্জে জাসাস এর নতুন কমিটি গঠন ॥ আহ্বায়ক আকবর হোসেন সদস্য সচিব কাজী সেলিম লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ২ মাধবপুরে ৩৩ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধার ॥ আটক ২ লাখাইয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে দায়েরী মামলা প্রত্যাহারের দাবিতে মোড়াকির গ্রামবাসির মানববন্ধন জেলা সদর আধুনিক হাসপাতালে হবিগঞ্জ পৌরসভা ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু নবীগঞ্জে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার চুনারুঘাটে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

লাখাইয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে দায়েরী মামলা প্রত্যাহারের দাবিতে মোড়াকির গ্রামবাসির মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. আলমাছ মিয়ার বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা প্রত্যহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মোড়াকরি গ্রামবাসীর সচেতন সমাজ। গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলার মোড়াকরি সড়ক বাজার এলাকায় এ মানববন্ধ অনুষ্টিত হয়। এতে সভাপত্বিত করেন মোশারফ হোসেন। মিশন মান্নার সঞ্চালনায় প্রায় শতাধিক লোকজন ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। বক্তব্য রাখেন এডভোকেট শরিফ চৌধুরী, সোলাইমান তানভীর, আশীষ দাশ, রফিকুল ইসলাম, ফাইজুল প্রমুখ। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশা মানুষ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ সদস্য আলমাছ মিয়া একজন সৎ চরিত্রবান এবং ভালো মানুষ। তার বিরুদ্ধে একজন নারী -ধর্ষণ চেষ্টা, প্রতারনার অভিযোগ এনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। তাকে সামাজিক ভাবে হেয় করতে একই এলাকার বাদী সেলিনা বেগম কতিপয় লোকজনের প্ররোচনায় উদ্দেশ্যে প্রনোদিত হয়ে ২নং আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। বক্তারা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে মামলা থেকে মেম্বারকে অব্যাহতির দাবি জানান। নইলে আইনের শাসন ও ন্যায় বিচার বাধাগ্রস্ত হয়ে পড়বে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান বক্তারা। বক্তারা আরো জানান, মেম্বার আলমাছ মিয়া, সেলিনা বেগমের একটি ঝামেলা নিয়ে সম্প্রতি একটি সালিশ বৈঠক হয়। জনপ্রতিনিধি হিসেবে ওই বৈঠকে উপস্থিত হয়েছিলেন। ওই ঘটনায় মেম্বার কারো পক্ষে অবস্থান নেইনি। যা এলাকার সকলে অবগত রয়েছেন। যাহা আজকের এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহনে স্বর্ত:ফূর্ত ভাবে মানববন্ধন থেকে বুঝা যায়। উল্লেখ্য ঐ গ্রামের জনৈক্য এক নারী স্থানীয় আবু কালামকে (২৭) সহ মেম্বার আলমাছ মিয়াকে আসামী করে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন ও সহায়তার অভিযোগ এনে গত ১৭ অক্টোবর লাখাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে মামলাটি আমলে নিয়ে এফআইয়ার করা হয়। এ ব্যাপারে কথা হলে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) শৈলেস চন্দ্র দাশ বলেন, মামলার তদন্ত চলমান, তদন্তে মেম্বার আলমাছ মিয়ার নামে সংশ্লিষ্ট না পাওয়া গেলে তার নাম চার্জশীট থেকে বাদ দেয়া হবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com