চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাইক্রো আটকিয়ে স্বর্ণালঙ্কারসহ ৭ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার অভিযোগ সুত্রে জানা যায়, চুনারুঘাট পৌর শহরের উত্তর হাতুন্ডা গ্রামের ছুরুক আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী মোঃ জাফর নেওয়াজ সানু (২৭) ও তার স্ত্রী মোছাঃ শামীমা আক্তার (২০) সম্প্রতি যুক্তরাজ্য থেকে বাড়ীতে বেড়ানোর জন্য আসেন। বাড়ীতে আসার পর সানু তার স্ত্রী ও বড় ভাই পৌর কাউন্সিলর রহম আলীসহ স্ব-পরিবারে শশুরবাড়ী কুলাউড়ায় যাওয়ার জন্য একটি নোহা গাড়ী যার নং-( ঢাকা মেট্টো-চ-১১-৬৭৮৪) যোগে গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুলাউড়ার উদ্দেশ্যে তার বাড়ী থেকে রওয়ানা দেন। গাড়ীটি শ্রীকুটা পৌছার সাথে সাথে উপজেলার জাজিউতা গ্রামের ছিনতাইকারী চক্রের হুতা আব্দুল মন্নান, রহমান মিয়া, ইমাম উদ্দিন, শরীফ উদ্দিন, কুতুব মিয়া ও সুমন মিয়াসহ ৮/৯জনের একদল ছিনতাইকারী গাড়ীটি আটক করে। এসময় যাত্রীদের কাছ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি আই ফোন মোবাইলসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রবাসীর ভাই পৌর কাউন্সিলর।
এ ব্যাপারে সানু মিয়ার বড় ভাই চুনারুঘাট পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রহম আলী বাদী হয়ে চুনারুঘাট থানায় উল্লেখিত আসামী করে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ তদন্ত ইকবাল হোসেন জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অপর একটি সুত্র জানায়, এখানে কোন ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেনি তাদের মধ্যে কথাকাটাটি হয়েছে।