প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। জেলা জামায়াতের সেক্রেটারী মুশাহীদ আলীর নেতৃত্বে শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মিছিল শুরু হয়ে তিনকোনা পুকুর পাড় এলাকায় গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিল উত্তর পথসভা বক্তব্য দেন, জেলা সেক্রেটারী মুশাহীদ আলী, স্বাধীনতা যুদ্ধের কোন অপরাধের সাথে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর সামান্যতম সম্পৃক্ততা না পেয়ে কুখ্যাত রাজাকার দেলোয়ার শিকদার ওরফে দেলু রাজাকারের সকল অপকর্মকে সাঈদীর উপর চাপিয়ে দিয়ে ইসলামপ্রিয় সারা বিশ্বের মানুষের মনে যে ক্ষোভের সৃষ্টি করেছে সেই ক্ষোভের আগুনেই আওয়ামী লীগের কবর রচনা হবে। সাঈদীর বিরুদ্ধে দেয়া রায় জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আজ বৃহস্পতিবার ও আগামী রবিবার সকাল-সন্ধ্যা সর্বাত্বক হরতাল, শুক্রবার দোয়া দিবস এবং শনিবার বিক্ষোভ কর্মসূচী পালনের আহবান জানান। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌর আমীর কাজী মহসিন আহমদ, জেলা প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওঃ আব্বাস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সাল, জেলা শিবিরের অফিস সম্পাদক নাদির শাহ এবং অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।