নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের সেপ্টেম্বর মাসের ভিজিডি গম বিতরণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার দিকে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্স প্রাঙ্গনে ১১৭ জন অনুমোদিত তালিকাভূক্ত সুবিধা ভোগীদের মহিলা প্রত্যেককের মাঝে ৩০ কেজি গম বিতরণ করা হয়। বিতরণের পূর্বক্ষণে ৭০ ব্যাগে ৩ হাজার ৫১০ কেজি গম খাদ্য গোদাম থেকে ইউপি প্রাঙ্গণে ভিজিডি সুবিধাভূগীদের উপস্থিতিতে পৌছানো হয়। বিতরণ কার্যক্রম শুরু করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। এসময় ট্যাগ অফিসার প্রতিনিধি রেজাউল হক, ইউপি সচিব, ভিজিডি কমিটির সদস্য সদস্যা ছাড়াও সুফিয়া মতিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। ব্যতিক্রমধর্মী প্রকাশ্যে বিতরণ কার্যক্রম বিষয়ে ইউপি সচিব অজিত সরকার জানান, প্রত্যেক মাসেই সুবিধাভূগীদেরকে গ্রাম পুলিশের মাধ্যমে যেমন তাগিদ দেওয়া হয় এবং সংশ্লিষ্টদেরকে পত্র দিয়ে নিশ্চিত করা হয়। অন্যদিকে ইউপি উদ্যোক্তা আনছার আলী জানান, চেয়ারম্যান প্রত্যেক মাসেই বিতরণের পূর্বদিন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউএনও, মহিলা বিষয়ক কর্মকর্তা, ট্যাগ অফিসার, ভিজিডি কমিটির সদস্য সদস্যাসহ প্রায় ৪০ জনকে মোবাইলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ম্যাসেজ দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন।