নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় এক যুক্তরাজ্য প্রবাসীর বিলাশ বহুল বাড়ি দখলের অভিযোগ উঠেছে ¯’ানীয় রুমান মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গজনাইপুর ইউনিয়নের মাহমদপুর গ্রামের আবুল খায়ের কায়েদ নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, আবুল খায়ের কায়েদের শ্বশুড় বাড়ি কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামে। কিছুদিন পূর্বে কায়েদের স্ত্রী তাহমিনা আক্তারকে কাদমা গ্রামস্থ বাড়িতে রেখে শ্বাশুড়ি সেবী আক্তার তার ছেলে সাইফ আহমেদ সাকিবের কাছে যুক্তরাজ্যে চলে যান। গত ১১ অক্টোবর জরুরী কাজে কায়েদ তার স্ত্রী তাহমিনা আক্তারকে নিয়ে মাহমদপুর গ্রামের নিজ বাড়িতে যান। সেই সুযোগে ১২ অক্টোবর সকালে কাদমা গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে রুমান মিয়া (৪০) কয়েকজনকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য প্রবাসী সাইফ আহমেদ সাকিবের বিলাশবহুল বাড়ির গেইটের তালা ভেঙে জোরপূর্বক দখল করে। খবর পেয়ে আবুল খায়ের কায়েদ ও তার স্ত্রী তাহমিনা আক্তার কাদমা গ্রামে গিয়ে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলে রুমান মিয়া ও তার লোকজন তাদের বাঁধা প্রদানসহ নানা ধরণের হুমকি দেয়। দখল হওয়া ঘরের লকারে ১৮ লাখ টাকা মূল্যের ১৮ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ ৩০ হাজার টাকা রক্ষিত ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আবুল খায়ের কায়েদ বিষয়টি স্থানীয় লোকজনকে অবগত করলে তারা রুমান মিয়াকে ঘর থেকে বের করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে ১৪ অক্টোবর সোমবার আবুল খায়ের কায়েদ বাদী হয়ে রুমান মিয়া (৪০) প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কুর্শি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসাইন বলেন- কিছুদিন পূর্বে সেবী আক্তার যুক্তরাজ্যে ছেলে সাইফ আহমেদ সাকিবের কাছে চলে যান। এরপর সাইফ আহমেদ সাকিবের বাড়িতে ঢুকে পড়েন রুমান মিয়া। তিনি বলেন- তাদের ঘরে-ঘরে দ্বন্দ্ব বিষয়টি সমাধানের আমরা চেষ্টা করছি, বিষয়টি শালিসের প্রক্রিয়ায় রয়েছে।
এ প্রসঙ্গে অভিযুক্ত রুমান মিয়া বলেন- আমি আমার বাড়িতে অবস্থান করছি, আমি কারো বাড়ি দখল করিনি, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।