স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে কোর্ট থেকে আন্তঃজেলা পকেটমার গডফাদার ২ সদস্যকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র হবিগঞ্জ কোর্ট প্রাঙ্গণে অবাধে বিচরণ করছে। তারা গ্রাম গঞ্জ থেকে আসা মানুষদেরকে নিঃস্ব করে সর্বস্ব লুটে নিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জজকোর্ট প্রাঙ্গণে একটি সংঘবদ্ধ দল এক বিচারপ্রার্থীর পকেট মারতে গেলে দুই পকেটমারকে ধরে ফেলে জনতা। এ সময় তাদের সাথে থাকা অন্যান্য চোর পালিয়ে যায়। আটককৃতরা হলো- শহরের সার্কিট হাউজ রোড এলাকার আবু মিয়ার পুত্র মামুন (৩০) ও আনিসুল (৩৫)।