স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় শায়েস্তাগঞ্জের ছাত্রলীগ নেতা মো. সরোয়ার হোসেন এ্যানি (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে পুলিশ সুপার রেজাউল হক খানের নির্দেশে ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে অভিযান চালিয়ে তালুকগড়াই গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত এ্যানি আনোয়ার হোসেনের ছেলে। গতকাল বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।