স্টাফ রিপোর্টার ॥ মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
গতকাল সোমবার রিপন শীল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই আব্দুল্লাহ আল আজাদ আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেন। প্রসঙ্গত গত বুধবার ঢাকার উত্তরা থেকে আহাদকে গ্রেফতার করে র্যাব-১।