স্টাফ রিপোর্টার ॥ শহরের সদর হাসপাতাল থেকে মোটর সাইকেল চোর সন্দেহে ইমন মিয়া (২৫) নামের এক ভবঘুরেকে আটক করেছে জনতা। পরে তাকে সদর থানায় সোপর্দ করলে সে একেক সময় একেক কথা বলে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মানসিকভাবে অসুস্থ। সে চিরাকান্দি এলাকার নজরুল ইসলামের পুত্র। গতকাল সোমবার রাত ৮টার দিকে সদর হাসপাতালে একটি মোটর সাইকেলে বসে চালুর চেষ্টাকালে জনতা তাকে আটক করে।