বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে সাড়ে চারশ কেজী পোনা মাছ হাওরে অবমূক্ত করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে বানিয়াচঙ্গের উত্তরে চারাখালী হাওরে বানিয়াচঙ্গ উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় সাড়ে ৪শ কেজী পোনা মাছ অবমূক্ত করা হয়। মাছ অবমূক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার রমনী মোহন পাল, ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান, সাংবাদিক এস এম খোকন, বানিয়াচঙ্গ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, সাংবাদিক জীবন আহমেদ লিটন, এস এম জহিরুল ইসলাম, আবু বক্কর রহমান দুদু, ইউপি সদস্য মিলন খান ও মোবারকসহ মৎস্য অবমূক্ত প্রকল্পের ঠিকাদারগণ।