মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে উপজেলার মাধবপুরসহ বিভিন্ন স্থানে চলছে প্রতিমা বিসর্জন। চোখের জ্বলে ঢাক, ঢোল বাজিয়ে দুর্গা মাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা।
গতকাল বিকেলে থেকে শহর ও উপজেলা শহরের নদী ও পুকুরেতে প্রতিমা বিসর্জন শুরু হয়। সনাতন ধর্ম মতে, আজ দশভুজা দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে স্বর্গশিখর কৈলাসে স্বামীগৃহে ফিরে গেলেন। তবে আবারও ভক্তদের কাছে দিয়ে গেলেন আগামী বছর ফিরে আসার অঙ্গীকার। তাই আবারও মর্ত্যলোকে ফিরে পাওয়ার প্রত্যাশায় ভক্তরা চোখের জলে দেবীকে বিদায় জানান।
শান্তি শৃংখলা রক্ষায় আনসার, বিজিবি, সেনাবাহিনী পুলিশসহ জেলা ও উপজেলা প্রশাসন সার্বক্ষক্ষনিক নিয়োজিত ছিল।