স্টাফ রিপোর্টার ॥ সারা বাংলাদেশে বিভিন্ন মন্ডপসমূহে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে দেশের বৃহত্তম বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলায় ৬৩৬টি পূজামণ্ডপে নিরাপত্তা দিচ্ছে আনসার-ভিডিপি সদস্যরা। শুক্রবার মাঠ পর্যায়ে আনসার-ভিডিপি এর কার্যক্রম পরিদর্শনে আসেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের আনসার-প্রশিক্ষণ শাখার পরিচালক মোঃ জিয়াউর রহমান। তিনি হবিগঞ্জ জেলার পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি বিভিন্ন পূজা মন্ডপে মোতায়েনকৃত আনসার ভিডিপি সদস্যদের পুজা মন্ডপের নিরাপত্তা বিষয়ে উৎসাহ এবং দিক নির্দেশনা প্রদান করেন। সেইসাথে তিনি পূজা মন্ডপ কমিটি ও উৎসবে আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম দেখে এবং পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকেরা আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশংসা করায় উপ-মহাপরিচালক মহোদয় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, সার্কেল অ্যাডজুট্যান্ট শুভাশীষ চক্রবর্তী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা প্রশিক মোঃ তানজিন আহমেদ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি স্ট্রাইকিং টিমসহ প্রমূখ।