স্টাফ রিপোর্টার ॥ চুনারঘাটে রঘুনন্দন পাহাড় কেটে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়ে তদন্ত শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে ঘটনাস্থল পরিদর্শনে যান হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হরিপদ চন্দ্র দাশ ও মোঃ গোলাম সামদানী। এ সময় তারা স্থানীয় ভুক্তভোগী ও জনপ্রতিনিধিদের কাছ থেকে বালু উত্তোলনকারীদের নাম সংগ্রহ করেন। তারা জানান, যারা পাহাড় কেটে বালু উত্তোলন করছেন শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা যায়, চুনারুঘাট উপজেলায় অবস্থিত রঘুনন্দন সংরক্ষিত বন। এই বনের পাদদেশ দিয়ে বয়ে গেছে গাঁধাছড়া। এই ছড়ার পানছড়ি অংশে দীর্ঘদিন ধরে ডজনখানেক ড্রেজার মেশিন বসিয়ে উত্তোলন করা হচ্ছে লাখ লাখ ঘন ফুট সিলিকা বালু। এসব বালু পাচার করা হচ্ছে কয়েকটি শিল্প প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে। অবৈধভাবে পাহাড় কেটে বালু উত্তোলন ও পাচার করে অল্প দিনে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছে বালুমাফিয়া চক্র। বিপরীতে পাহাড়ের টিলা, পরিবেশ ও প্রতিবেশ ধ্বংসের পাশাপাশি দূর্বিষহ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের জীবন।