বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যারিস্টার সুমন মিরপুর থেকে গ্রেফতার ॥ ৫ দিনের রিমান্ডে চুনারুঘাটে আগুনে পুড়ে গেছে ৮ দোকান ঘর জামিন ফেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী হবিগঞ্জের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে নবীগঞ্জে পুলিশের অভিযানে এক পরোয়ানাভূক্ত আসামিকে গ্রেপ্তার মাধবপুরে ৬৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ পৌর বিএনপির সভায় জিকে গউছ ॥ আওয়ামীলীগ চক্রান্তকারী দুষ্ট প্রকৃতির রাজনৈতিক দল আজ নিমতলায় অগ্নি নির্বাপণ উদ্বুদ্ধকরণ মহড়ার আয়োজন করেছে হবিগঞ্জ পৌরসভা টমটম গাড়ি চুরির অভিযোগে পাইকপাড়ায় যুবক আটক চুনারুঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারপিট করার অভিযোগে স্বামী গ্রেফতার

জুমার খুৎবায় মুফতি আব্দুল মজিদ মানুষ নিজের সমালোচনায় গাফেল অন্যের সমালোচনায় পারদর্শী

  • আপডেট টাইম শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চৌধুরী বাজার জামে মসজিদে ১১ অক্টোবর জুমার খুৎবার আলোচনায় মুফতি আব্দুল মজিদ বলেছেন- মানুষ নিজের কথা চিন্তাই করছে না, অথচ অন্যের চিন্তায় মশগুল। চা-স্টলের আড্ডায়, সভা সমাবেশে, কয়েকজন একত্রিত হলে একই আলোচনা, আর তা হল অন্যের সমালোচনা করা। অথচ মৃত্যুর পর নিজের আমলের জবাবদিহী করতে হবে, অন্যের আমলের নয়। কোনো জ্ঞানী ব্যক্তি অন্যের সমালোচনায় সময় ব্যয় করতে পারে না, অন্যের সমালোচনা শুনতেও পারে না। আমরা কিয়ামত কবে জানতে চাই, অথচ কিয়ামতের দিন কি নিয়ে হাজির হব তা বুঝতে চাই না। আল্লাহর প্রিয় বান্দারা, অলি আওলিয়ারা মৃত্যুর পর কি জবাব দেবেন এমন চিন্তা করতে করতে দেশ ত্যাগী হয়েছেন, পরিবার সন্তান সন্ততি ত্যাগ করেছেন। পাহাড়ের চুড়ায় ধ্যানে মগ্ন হয়ে সেখানেই মৃত্যু বরণ করেছেন। অনেকে প্রশ্ন করেন উচু উচু টিলায় কেন আল্লাহর অলিদের বেশির ভাগ মাজার, এর কারণ একটাই তারা আল্লাহর ধ্যানে মগ্ন হতে সবকিছু ছেড়ে পাহাড়ের চূড়ায় চলে যেতেন। সেখানেই তারা মৃত্যুবরণ করেছেন। মুসলমানরা আল্লাহর ওলিদের যে অবস্থায় মৃতদেহ পেয়েছেন সে অবস্থায় সেখানেই দাফন করেছেন। পরবর্তীতে সেটা মাজার হয়ে গেছে। কোনো মাজারের সাথে বেয়াদবি করা যাবে না।
তিনি বলেন- জীবনে অনেকবার হযরত শাহজালাল, শাহপরান (র) এর মাজারে গিয়েছি কিন্তু এখনকার পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খুবই ভালো। গাজার গন্ধে মাজারে যাওয়া যেত না। এখন মাজার এলাকায় কোনো গাজাখুর নেই। তিনি বলেন- ফজরের নামাজ মসজিদে এসে কেন জামায়াতের সাথে আদায় করলেন না, তার জবাব দিতে হবে, অসুস্থ, বয়োবৃদ্ধ মানুষের জন্য কিছু ছাড় আছে, কিন্তু আপনি তো সুস্থ, আপনার জন্য তো কোনো ছাড় নেই। এক জুমার পরে আরেক জুমায় এসে মসজিদে হাজির হই, নিজের হক, মসজিদের হক আমরা পালন করি না। একজন মানুষ জীবনে কতটি শ্বাস প্রশ্বাস নিবে তা নির্ধারিত। প্রতিটি শ্বাস প্রশ্বাসের জবাবদিহী করতে হবে। শ্বাসগুলো আল্লাহর জিকিরে কাটিয়েছেন না কি অন্য কোনো কাজে ব্যয় করেছেন তারও হিসাব দিতে হবে। প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে। তবে কেবল মানুষের মগজেই মৃত্যুর পূর্ব চিন্তা ঢুকিয়ে দেয়া হয়েছে। অন্য প্রাণীর মধ্যে মৃত্যুর পূর্ব চিন্তা নেই। মসজিদের ইমাম মুয়াজ্জিনগন আল্লাহর ঘরের খাদেম, তাদের সাথে সর্বোচ্চ ভদ্রতা বজায় রেখে সম্মানের সাথে কথা বলতে হবে। তাদেরকে হৃদয় থেকে ভালবাসতে হবে। তাদের সাথে মায়ার সম্পর্ক গড়ে তুলতে হবে। ফিলিস্তিন ও লেবাননে মুসলমানের উপর ইহুদিদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com