বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে খুন করে টমটম ছিনতাইয়ের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৫ দালাল আটক মাধবপুরের ২ যুবক আশুলিয়ায় ৩২ কেজি গাঁজাসহ আটক ইউপি মেম্বারদের অপসারনের প্রক্রিয়ার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল মানববন্ধন মাধবপুরে ৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা অর্থদন্ড সিলেটে বিএনপির যৌথসভায় জিকে গউছ ॥ জনগনের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে নবীগঞ্জে পৃথক স্থান থেকে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেপ্তার মাধবপুরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত মহিলা আসামী গ্রেপ্তার বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

২৯টি পূজামন্ডপ পরিদর্শনকালে জিকে গউছ ॥ বিএনপি আবহমানকাল থেকে ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে

  • আপডেট টাইম শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ৭টি এবং সদর উপজেলার লুকড়া, রিচি, তেঘরিয়া, গোপায়া, পইল, রাজিউড়া ও নিজামপুর ও লস্করপুর ইউনিয়নের ২২টি পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল বৃহস্পতিবার দিনভর তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সদর উপজেলার ৮টি ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শন করেন। রাতে হবিগঞ্জ পৌর শহরের মাছুলিয়া, জঙ্গল বহুলা পূজা কমিটি, মাছুলিয়া পালবাড়ী পূজা কমিটি, রবিদাস পাড়া মহেশ্বরী সংঘ, ঘোষপাড়া গোপীনাথ জিউর আখড়া, জয়াপূজা কমিটি, ফায়ার সার্ভিস রোডে চৌরঙ্গী সংসদ, ত্রিনয়নী সংসদের পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামন্ডপ নেতৃবৃন্দ ও পুজায় আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় জি কে গউছ বলেন- সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজার জন্য সনাতন ধর্মের মানুষ সারা বছর অপেক্ষায় থাকেন। বিএনপি আবহমানকাল থেকে ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে। যুগ যুগ ধরে বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐত্যিহের অংশ। আমরা সবাই বাংলাদেশি এটিই আমাদের গর্ব, এটিই আমাদের একমাত্র পরিচয়। তাই শারদীয় দুর্গোৎসব পালনে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বিএনপি। প্রতিটি পূজামন্ডপে বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী টিম মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জ একটি সম্প্রীতির শহর। এই শহরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত রয়েছে। এই শহরে রোজা এবং পূজা এক সঙ্গে আমরা উদযাপন করেছি। কিন্তু বিন্দুমাত্র কোনো সমস্যা হয়নি। এইবারও পূজায় কোনো প্রকার বিশৃংখলা হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, দুর্গাপূজা যাতে নিরাপদ ও সুন্দরভাবে সনাতন ধর্মের মানুষ উদযাপন করতে পারে সে জন্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিন রাত পাহারায় থাকবে। যে বা যারাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে প্রতিরোধ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম মতিন, আজম উদ্দিন ও এডভোকেট আফজাল হোসেন, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, এস এম মানিক, নরুল ইসলাম কাওছার, সাইফুল ইসলাম রকি, শেখ মামুন, মোজাক্কির হোসেন ইমন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com