স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল গেইট এলাকা থেকে ১শ ৪৫ পিছ ভাতরীয় শাড়ী ও থ্রি পিছ সহ একজনকে আটক করেছে গোয়েন্দা সংস্থার লোকজন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ তাজুল ইসলাম (২৮) কে আটক করা হয়। সে চুনারুঘাট উপজেলার নয়ানীগাও গ্রামের সফর আলীর পুত্র।
থানায় আটক তাজুলের কাছে মালামাল সম্পর্কে জানতে চাইলে সে বলেন, মাধবপুর উপজেলার মনতলা গ্রামের শহীদ মিয়া দীর্ঘ দিন ধরে ভারতীয় কাপড় সহ মাদক পাচারের সাথে জড়িত। সে ওই সমস্ত মালামাল সিলেট বিভাগে পাচার করে আসছে। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।