এক্সপ্রেস ডেস্ক ॥ সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট ও সিউল ডিজিটাল ফাউন্ডেশেনের আয়োজনে সিউল স্মার্ট লাইফ উইকে অংশ নিতে সিউল গেছেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সিউলে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে বিশে^র বিভিন্ন দেশের মন্ত্রী, সিটি মেয়র ও সিটির কর্মকর্তাসহ প্রায় পাচ শতাধিক ডেলিগেট বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন।
উক্ত প্রোগ্রামের দ্বিতীয় দিনের এক সেশনে হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্যসেবা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করবেন। সিউল স্মার্ট লাইফ উইকে অংশ গ্রহণের ফাঁকে হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার উপর সিউল মেট্রোপলিটন গভর্নমেন্টে দাখিলকৃত প্রকল্প প্রস্তাবনা নিয়ে সিউলের সংশ্লিষ্ট কর্মকর্তাগনের সাথে আলোচনা করবেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, ইতোপুর্বে ইউনিভার্সিটি অব সিউলে গ্লোবাল আরবান লিডারস প্রোগ্রামে অধ্যয়নকালে হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থানার উন্নয়নে তার দাখিলকৃত প্রকল্প প্রস্তাবনা সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট কর্তৃক গৃহীত হয়। তবে দাখিলকৃত প্রস্তাবনা বাংলাদেশের ইকোনোমিক রিলেশন ডিভিশন (ইআরডি) এর মাধ্যমে প্রেরণের পরামর্শ প্রদান করা হয়। সিউল যাওয়ার প্রাক্কালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফের সাথে দেখা করে হবিগঞ্জ পৌরসভার প্রকল্প প্রস্তাবনার বিষয়ে অবহিত করেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা।