বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যারিস্টার সুমন মিরপুর থেকে গ্রেফতার ॥ ৫ দিনের রিমান্ডে চুনারুঘাটে আগুনে পুড়ে গেছে ৮ দোকান ঘর জামিন ফেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী হবিগঞ্জের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে নবীগঞ্জে পুলিশের অভিযানে এক পরোয়ানাভূক্ত আসামিকে গ্রেপ্তার মাধবপুরে ৬৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ পৌর বিএনপির সভায় জিকে গউছ ॥ আওয়ামীলীগ চক্রান্তকারী দুষ্ট প্রকৃতির রাজনৈতিক দল আজ নিমতলায় অগ্নি নির্বাপণ উদ্বুদ্ধকরণ মহড়ার আয়োজন করেছে হবিগঞ্জ পৌরসভা টমটম গাড়ি চুরির অভিযোগে পাইকপাড়ায় যুবক আটক চুনারুঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারপিট করার অভিযোগে স্বামী গ্রেফতার

শায়েস্তাগঞ্জে ১৯টি পূজা মন্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা

  • আপডেট টাইম বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১০ বা পড়া হয়েছে

মোঃ জালাল উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ষষ্ঠীতে দেবী বোধনের মধ্য আজ (৯ অক্টোবর) বুধবার শুরু হবে। শায়েস্তাগঞ্জ উপজেলা এবার মোট ১৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। এরপর মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও দশমীতে রবিবার (১৩ অক্টোবর) বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী এই উৎসবের শেষ হবে।
এ বছর দেবী দুর্গা মর্তে আগমন করবেন দোলায় আর ঘোড়ায় চড়েই তিনি ফিরে যাবেন স্বর্গলোকে। এবার দুর্গাপূজায় শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নে ৩টি, নুরপুর ইউনিয়নে ২টি, ব্রামণডোরা ইউনিয়নে ৫টি, শায়েস্তাগঞ্জ পৌর সভায় ৯টি মন্ডপে পূজা উদযাপিত হবে।
শায়েস্তাগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দেব জানান, আমরা আশা করি প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে এবং নিরাপদে পূজা উদযাপন করতে পারবো। প্রশাসনের পাশাপাশি আমরাও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাবর্ক্ষণিক নজর দাড়িতে থাকবো।
শায়েস্তাগঞ্জে পূজা উদযাপনে ইতিপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা জানান, উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠু ভাবে পালনের জন্য উপজেলায় ৩টি ইউনিয়নে ৩ জন ট্যাগ অফিসার এবং পৌরসভায় ১ জন ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। অপর দিকে সার্বিক বিষয়াদি সমন্বয় করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কনট্রোল রুম স্থাপন করা হয়েছে। পূজা চলাকালীন ২৪ ঘন্টা খোলা থাকবে এবং এর মধ্যে দায়িত্বে রয়েছেন উপজেলা প্রশাসন। তবে আযান ও নামাজ চলাকালীন সময়ে পূজা মন্ডপে ঢাক ও ঢোলের উচ্চ শব্দ মাইকে ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেয়া হয়েছে। তিনি আরো জানান, প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছে। আনসার, পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। উপজেলা জুড়ে হিন্দু ধর্মবলম্বীরা যাতে কোনো ধরনের শঙ্কা ছাড়াই পূজা উদযাপন করতে পারেন সে রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা মন্ডপে স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক নজর দারিতে থাকবে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com