স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ধর্মঘর থেকে ৭ অক্টোবর শরীফুল ইসলাম (২২) কে আটক করে। তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মোহব্বতপুর গ্রামের মৃত হাসিম মিয়ার পুত্র। পুলিশ জানায় অভিযান নিয়মিত চলবে।
অপরদিকে কালিকাপুর গ্রামের আব্দুল হাশিমের পুত্র রুবেল মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ১০০ ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।