মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র বলেছেন, কোন চাপের মুখে মিথ্যা মামলা রেকর্ড হবে না, মামলা দায়ের করার পর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমানিত না হলে সংশ্লিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মামলাগুলো সামাজিক পঞ্চায়েতের মাধ্যমে আপোষ হলে মামলা তুলতে পুলিশকে টাকা দিতে হবে না। নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা মিলনায়তনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার আরও বলেন, অবৈধ মোটরসাইকেল আটক করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। বাজার সহ স্কুল কলেজের পাশে সিডি-ভিডিও এবং ক্যারাম খেলা চলতে দেয়া যাবে না। ১৫নং পৈলারকান্দি ইউনিয়নকে দেশীয় অস্ত্র মুক্ত করার ঘোষণা দেন তিনি। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নকেও দেশীয় অস্ত্র মুক্ত করা হবে। এএসপি উত্তর সার্কেল নাজমুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ১নং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ৩নং ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ৪নং ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ১২নং সুজাতপুর ইউপি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, ১০নং ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী।