স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও দুঃসাহসিক চুরি হয়েছে। এখন পর্যন্ত যেনো চুরি থামছেই না। পুলিশ টহল জোরদার করলেও চোরের দল প্রতিদিনই শহরের কোনো না কোনো দোকানে হানা দিয়ে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে। এরপরও পুলিশ চুরি আটকাতে পারছে না। এ যেনো চোর পুলিশ খেলা চলছে।
গত রবিবার রাত ৩টা থেকে সোমবার ভোর পর্যন্ত কোনো এক সময় শহরের পৌরসভা এলাকার ঘরণী স্টোর মুদির দোকানে দুঃসাহসিক চুরি হয়। চোরের দল নগদ ৫৫ হাজার ৮শ টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। তবে সিসি ক্যামেরায় চুরির দৃশ্য দেখা যায়।
খবর পেয়ে সদর থানার একদল পুলিশ, ব্যাকস সভাপতি মোঃ শামসুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ব্যবসায়ীদের পক্ষ থেকে শহরের আশপাশের চোরদের ধরার দাবি জানান। এ ভাবে একের পর চুরি হতে থাকলে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলনে নামার হুশিয়ারী দেন।
প্রসঙ্গত, এর আগে বাণিজ্যিক এলাকার আদি গোপালে রহস্যজনক চুরি হয়। এ ছাড়া বেশ কয়েকটি দোকান ও বাসা-বাড়িতে চুরি হয়। কিন্তু চোর সনাক্ত হয়নি।
সচেতন মহলের দাবি একের পর এক চুরি হলে শহরে আইন শৃংখলার অবনতির শংকা রয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, প্রতিরাতেই টহল জোরদার রয়েছে। পুলিশ কাজ করছে। অচিরেই চোরদের আইনের আওতায় আনা হবে।