গত সোমবার জাতীয় আয়কর দিবসে হবিগঞ্জ জেলার দীর্ঘমেয়াদী সেরা করদাতা মেসার্স জিশান ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারী রোটারিয়ান আব্দুর রাজ্জাককে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আব্দুর রাজ্জাকের হাতে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মাহবুবুর রহমান। সিলেট অঞ্চলের কর কমিশনার মাধব কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সিলেট রেঞ্জ এর ডিআইজি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভুইয়া এবং সিলেট কাস্টমস কমিশনার মোঃ নুরুজ্জামান।