স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার ঐতিহ্যবাহী আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা দোকানে থাকা কর্মচারীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় অসিম চন্দ্র দাশ নামে দোকান কর্মচারী আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত ভোররাতে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ও ব্যকসের সভাপতি শামছুল হুদা ঘটনাস্থলে ছুটে যান। আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের কর্মচারি অসিম দাশ জানান, ভোর রাতে ৬/৭ জন অস্ত্রধারী ডাকাত টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে। এসময় দোকানের ভিতর ঘুমিয়ে থাকা কর্মচারিদের অস্ত্র টেকিয়ে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসিপত্র লুট করে নিয়ে যায়। ডাকাত দলের সবাই কালো পোষাক পরিহিত ছিল। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল।
দোকানের মালিক রূপক দাশ জানান, ক্যাশে দূর্গা পূজা উপলক্ষে কর্মচারিদের বেতন-বোনাসসহ নগদ কয়েক লাখ টাকা ছিল। গতকাল শনিবার কর্মচারিদের বেতন বোনাস পরিশোধ করার কথা ছিল। মিষ্টির দোকান থেকে ৫ লাখ টাকা লুটে নেওয়ার তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, সিসি টিভির ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ আরো জানায়, এর পেছনে অন্য কোন রহস্য থাকতে পারে। এটিও খতিয়ে দেখা হচ্ছে। ব্যকস সভাপতি শামছুল হুদা জানান, ঘন ঘন চুরি ও ডাকাতির কারণে ব্যবসায়ীদের মাঝে আতংক দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। পুলিশ জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিবে বলে আশ^াস্ত করেছে।