স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। “শিক্ষকের কন্ঠস্বর” শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শচীন্দ্র কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম এঁর সভাপতিত্বে ও প্রভাষক সুকান্ত গোপ এর সঞ্চালনায় গতকাল শনিবার সকাল ১১ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- উদযাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক গৌতম সরকার, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ লতিফ হোসেন, সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম খান, প্রভাষক শ্রী প্রসূন আচার্য্য, প্রভাষক শিমুল জাহান চকদার প্রমুখ। এর আগে সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহাকারী অধ্যাপক মো. ফিরোজ মিয়া এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন সহকারী অধ্যাপক তপন কুমার হীরা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনায় দাড়িঁয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় উপস্থিত ছিলেন- প্রভাষক বিষ্ণু চন্দ্র পাল, মোঃ শাহ আলম (হি.বি), মোঃ আব্দুল্লাহ, শাহ্ আলম (পরিসংখ্যান) সহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।