মাধবপুর প্রতিনিধি ॥ আসন্ন দুর্গাপুজা নির্বিঘ্ন ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষে মাধবপুর উপজেলার শাহজিবাজার সেনা ক্যাম্পের সেনা কর্মকর্তারা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শনিনার দুপুরে শাহজিবাজার সেনা ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শাহজিবাজার সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর মোঃ শাহিন আলম, টু আইসি ক্যাপ্টেন মেহদী হাসান ও মাধবপুর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেজর মোঃ শাহিন আলম জানান, সনাতন ধর্মের লোকজন যাতে নির্বিঘ্ন, নিরাপদে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে সেজন্য সেনাবাহিনী তিন উপজেলা ক্যাম্প বসিয়ে বিশেষ টহলের আয়োজন করেছে। কেউ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।