বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মিরপুরস্থ দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার ও কৃতি শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল দুপুর ১২টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক মোঃ আইয়ূব আলী। এতে প্রধান আলোচক ছিলেন বাহুবল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব শাহীন।
আলোচক ছিলেন- মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সোহেল রানা, আলিফ-সোবহান চৌধুরী সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রধান রতন চন্দ্র দেব, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ টিটু, রাজারবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজীর আহমেদ শাওন, সিলেটের একলিমিয়া দ্বিপাকি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, করাঙ্গী নিউজ পোর্টালের সম্পাদক সিদ্দিকুর রহমান মাছুম, জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপা দত্ত, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুন্নেছা হেনা, বেসিক ব্যাংক মিরপুর শাখার সিনিয়র অফিসার কাওসার আহমেদ চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রণধীর চক্রবর্তী, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনি শংকর দেব ও শিক্ষার্থী তাবাসসুম আক্তার প্রমুখ।
সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী নাফিজ আহমেদ। গীতা পাঠ করে শিক্ষার্থী লিখা বণিক মম। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুলের সাদিয়া আক্তার, ফরিদা বেগম, সেলিনা আক্তার, সুনন্দা সূত্রধর, রীনা দেব, মামুনুর রশীদ, আবু নাহিদ ও প্রধান শিক্ষক মনি শংকর দেব-কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।