স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময় ৩ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, বাহুবল উপজেলার লালপুর গ্রামের রাজেন্দ্র দাশের পুত্র অচিন্তো দাশ, বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের লক্ষ্মীকান্ত দাশের পুত্র সেন্টু দাশ, নবীগঞ্জ উপজেলার হলিমপুর গ্রামের কীর্তন দাশের পুত্র নিউটন দাশ। হবিগঞ্জ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের একদল সিপাহী টহলরত অবস্থায় তাদের আটক করে। পরে তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়।
বিজিবির কমান্ডার জানান, সরকার পরিবর্তনের পর রাজনৈতিক নেতারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। এর প্রেক্ষিতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। অভিযান নিয়মিত চলবে।