বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে খুন করে টমটম ছিনতাইয়ের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৫ দালাল আটক মাধবপুরের ২ যুবক আশুলিয়ায় ৩২ কেজি গাঁজাসহ আটক ইউপি মেম্বারদের অপসারনের প্রক্রিয়ার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল মানববন্ধন মাধবপুরে ৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা অর্থদন্ড সিলেটে বিএনপির যৌথসভায় জিকে গউছ ॥ জনগনের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে নবীগঞ্জে পৃথক স্থান থেকে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেপ্তার মাধবপুরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত মহিলা আসামী গ্রেপ্তার বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

নবীগঞ্জে আলোচনা সভায় জি কে গউছ ॥ আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি

  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি গত ১৭টি বছর ধরে লড়াই করছে। আমরা জনগণের মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছি, আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি, আমরা এদেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। এই লক্ষ্যে আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব। তিনি গতকাল বৃহস্পতিবার জাতীয়তাবাদী পরিবার ইউকে’র উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নবীগঞ্জে শহীদ আজমত আলী সহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শহীদ আজমত আলীর পরিবারকে ১ লক্ষ ৮৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন আলহাজ্ব জি কে গউছ। সভায় জি কে গউছ আরও বলেন- গত ১৭টি বছর শেখ হাসিনার পাপে, শেখ হাসিনার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ডাক আসলো, দেশের মানুষ তখন ঘরে বসে থাকতে পারেনি। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি শুধু সমর্থনই দেয়নি, মাঠে থেকে প্রতি মুহুর্তে আন্দোলনের গতি বৃদ্ধি করেছে। এই আন্দোলনে শহীদ আজমত আলী সহ বিএনপির ৪ শতাধিক কর্মী সমর্থক শহীদ হয়েছেন। এই আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী শেখ হাসিনার গায়েবী মামলায় আসামী হয়েছেন। এই আন্দোলনে হবিগঞ্জে প্রথম যে মামলাটি হয়েছে, সেই মামলায় আমি প্রধান আসামী। ছাত্র আন্দোলনে প্রত্যেকটি হত্যাকান্ডের জন্য শেখ হাসিনা ও আওয়ামীলীগ দায়ী। তিনি বলেন- ফ্যাসিষ্ট শেখ হাসিনা ক্ষমতায় ঠিকে থাকার জন্য বার বার চলচাতুরি’র আশ্রয় নিয়েছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন, জাতিকে বার বার বোকা বানানোর চেষ্টা করেছেন। শেখ হাসিনা চক্রান্তের আশ্রয় নিয়ে কোর্টকে কাজে লাগিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দন্ড দিয়ে ৬টি বছর কারাগারে আটক করে রেখেছিলেন। কারাগারে চিকিৎসা না পেয়ে তিনি এখন হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। আমরা সেই সময় বলেছিলাম, শেখ হাসিনা আপনি জোর করে ক্ষমতায় বসে আছেন, জাতিকে ধোঁকা দিয়েছেন, বিশ্ববাসীকে ধোঁকা দিয়েছেন, কিন্তু মহান আল্লাহকে ধোঁকা দিতে পারবেন না। আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যার পরিণতি শেখ হাসিনা ভোগ করেছেন। নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মজিদুর রহমান মজিদ ও বিএনপি নেতা অলির রহমান অলির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান আব্দুল মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক। সভায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান পেয়ারা, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, অরবিন্দু রায়, নুরুল আমিন, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন মিঠু, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম বজলু, বিএনপি নেতা শাহ দারা আলী, হোসাইন আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com