মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জে ৪ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যা ॥ দাদি-ফুফু গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২১ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে ৪ মাসের শিশু মাহমুদা আক্তার মিমকে হত্যা মামলায় দাদি মরিয়ম বিবি (৪৫) ও তার ফুফু পপি আক্তার (২০) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। হত্যাকাণ্ডে পপির সম্পৃক্ততা থাকতে পারে মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মরিয়ম বিবি। গতকাল বুধবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারের চরগাঁও গ্রামের আওলাদ মিয়ার স্ত্রী ও নিহত মিম এর মা মিনারা বেগমের সাথে তার শ্বাশুড়ি মরিয়ম বিবি (৪৫) ও ননদ পপি আক্তার (২০) এর প্রায়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও ঝগড়া হতো। গত মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠে সাংসারিক কাজকর্ম ও রান্না-বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মিনারা বেগম। পরে চার মাসের মেয়ে সন্তান মাহমুদা আক্তার মিমকে ঘুম পাড়িয়ে পুনরায় রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ওই সময় মিনারা বেগমের শ্বাশুড়ি মরিয়ম বিবি (৪৫) ও ননদ পপি আক্তার (২০) বসতঘরের ভিতরে অবস্থান করছিল। কিছুক্ষণ পর মিনারা বেগমের শ্বশুর আব্দুল মজিদ মিমকে খুঁজে শয়ন কক্ষে প্রবেশ করলে মিমকে না পেয়ে চারিদিকে খোঁজাখুজি শুরু করেন। পরে শয়ন কক্ষের পিছনে অবস্থিত পুকুরের কিনারায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এদিকে এ ঘটনার পর থেকে নানা রহস্যে সৃষ্টি হয়। ৪ মাস বয়সী শিশুর পুকুরে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা নিয়ে জট বাঁধতে থাকে। পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়- নিহত মিম এর দাদি মরিয়ম বিবি (৪৫) ও তার ফুফু পপি আক্তার (২০)কে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মিমকে পানিতে ফেলে পপি আক্তার হত্যা করতে পারে মর্মে পুলিশকে জানান মরিয়ম বিবি (৪৫)। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মিনারা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে মরিয়ম বিবি ও পপি আক্তারকে উক্ত মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মরিয়ম বিবি (৪৫)। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ প্রসেঙ্গ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, নিহতের মা মিনারা বেগম হত্যা মামলা দায়েরের পর মরিয়ম বিবি ও পপি আক্তারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মরিয়ম বিবির বরাত দিয়ে ওসি বলেন- পারিবারিক বিভিন্ন কলহের জেরে মিমকে পানিতে ফেলে পপি আক্তার হত্যা করতে পারে, মিম যখন ঘুমিয়ে ছিল তখন একমাত্র পপি ঘরে ছিলো, মিমকে পানিতে ফেলার শব্দ মরিয়ম বিবি শুনতে পান মর্মে আদালতকে জানিয়েছেন। ওসি মো. কামাল হোসেন আরও বলেন- পপি আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে এখনো তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি সাপেক্ষে পপি আক্তারকে রিমান্ডে আনা হবে। দ্রুত হত্যা মূল রহস্য উদঘাটন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com