বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ জেলা বিএনপির সভায় জি কে গউছ ॥ পূজায় মন্দির পাহারা দিবে বিএনপি ও অঙ্গন সংগঠনের নেতাকর্মীরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- মুসলমান ধর্মের একটি কাঙ্কিত মাস মাহে রমজান। এই মাসে সাহরী, ইফতার ও তারাবির নামাজ সহ আমাদের অনেকগুলো ইবাদত থাকে। সনাতন ধর্মের মানুষেরও আসন্ন দুর্গাপূজায় সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত তাদের ধর্মীয় কাজ থাকে। এই কাজগুলো যাতে তারা নির্বিঘ্নে করতে পারে সে জন্যই বিএনপি নেতাকর্মীরা সার্বক্ষনিক সর্তক দৃষ্টি রাখবে।
তিনি গতকাল বুধবার দুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হবিগঞ্জ জেলার প্রত্যেক পূজা মন্ডপে বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠনের লক্ষ্যে হবিগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভায় এসব কথা বলেন। সভায় জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগ একটি চক্রান্তকারী রাজনৈতিক সংগঠন। চক্রান্তের মধ্য দিয়েই তাদের জন্ম, চক্রান্তের মধ্য দিয়েই তাদের বেড়ে উঠা, চক্রান্তের মাধ্যমেই আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতাকে প্রলম্বিত করেছিল। সেই আওয়ামীলীগ জনরোষে পরাজিত হয়েছে ঠিকই কিন্তু তাদের দুষ্টামী মাথা থেকে সড়েনি। তাই আওয়ামীলীগ যাতে দুর্গাপূজায় কোনো প্রকার বিশৃংখলা বা অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে না পারে সে জন্য পূজা কমিটির লোকজনের সাথে সমন্বয় করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাহারায় থাকবেন। আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, এডভোকেট কামাল উদ্দিন সেলিম ও আব্বাস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, এম জি মোহিত, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, এডভোকেট আব্দুল হাই, মতিউর রহমান পিয়ারা, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, আজিজুর রহমান কাজল, ফরিদ আহমেদ অলি, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, শামছুল ইসলাম কামাল, সরফরাজ চৌধুরী, এডভোকেট হাবিবুর রহমান, এডভোকেট মনিরুল ইসলাম, শেখ ফরিদ মিয়া, আব্দুর রকিব, ফজলে রকীব মাখন, হাজী আব্দুল মজিদ, মাসুকুর রহমান, হাজী আবু তাহের, দিদার হোসেন, এডভোকেট মীর সিরাজ আলী, আলা উদ্দিন আল রনি, হামিদুর রহমান হামদু, শাহ আলম গোলাপ, আজম উদ্দিন, হাবিবুর রহমান, নুরুল আমিন, লুৎফুর রহমান, মুজিবুর রহমান, তৌহিদুর রহমান, মর্তুজা আহমেদ রিপন, এনামুল হক, শামছুদ্দিন আহমেদ, আব্দুল মজিদ, আব্বাস উদ্দিন, তোফাজ্জুল হক, তাজুল ইসলাম মোল্লা, নুরুল হক টিপু, সোহাগ চেয়ারম্যান, নুরুল ইসলাম নানু, অরবিন্দু রায়, ছমির আলী, সুব্রত দাস বৈষ্ণব, এডভোকেট এস এম বজলুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, মফিজুর রহমান বাচ্চু, নুরজাহান বেগম, আফরোজা খানম, আব্দুল্লাহিল কাফি, আব্দুল আওয়াল মেম্বার, আলী হোসেন সোহাগ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com